Wellcome to National Portal

পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে। 

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

***নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ, উপায়, শিওর-ক্যাশ, মাই-ক্যাশ, ইউ-ক্যাশ, রবি-ক্যাশ, জি-পে (গ্রামীণফোন) এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।  একান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা নূন্যতম ২৫ ডিগ্রি সে: রাখুন। সন্ধার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ড্রি, ওয়েল্ডিং মেশিন/ মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন***


চাঁদপুর পবিস-২ Mobile Application

'চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২' নামক অ্যাপটি মূলত একটি সেবামূলক অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশান। এই অ্যাপটি তৈরির মূল উদ্দেশ্য ইচ্ছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীর মধ্যে অধিকতর যোগাযোগ বৃদ্ধি করে গ্রাহক সেবার মান বৃদ্ধি এবং তরান্বিত করা। দ্রুত গ্রাহক সেবা এবং গ্রাহক সন্তুষ্টিকে সামনে রেখে আমাদের এই মোবাইল অ্যাপ সেবাটি চালু করা।  সমিতির গ্রাহকবৃন্দদের যে কোন সেবা অবিলম্বে ঝামেলামুক্তভাবে প্রদান করার ক্ষেত্রে এই অ্যাপটি একটি অগ্রগামী ভূমিকা পালন করবে। তথ্যের অবাধ বিতরণের মাধ্যমে গ্রাহকদের দ্রুত এবং মানসম্মত সেবা প্রদান করার লক্ষ্যে এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় আশা করি আমাদের এই অ্যাপটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।



Download Link: https://github.com/cpbs2it/MY-API-SERVER/tree/main/jsons/ChandpurPBS2/application


অ্যাপের বৈশিষ্ট্যঃ


  • সকল অফিসের বিস্তারিত তথ্য থাকবে এক অ্যাপে।
  • সকল অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীদের মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস সহ যাবতীয় সকল তথ্য।
  • সকল অভিযোগ কেন্দ্রের সাথে যোগাযোগের ব্যবস্থা।
  • চাঁদপুর পবিস-২ এর আওতাধীন সকল উপকেন্দ্র ও এরিয়া অফিসের তথ্য।
  • গ্রাহক পর্যায়ে জরুরী নোটিশ প্রদান।
  • বিদ্যুৎ সংক্রান্ত সকল আপডেট কম সময়ে গ্রাহক প্রান্তে পৌঁছানো।
  • বকেয়া বিদ্যুৎ বিল প্রদানে গ্রাহকদের অবহিতকরণ।
  • চাঁদপুর পবিস-২ এর সকল কার্যক্রম কেন্দ্রিকরণ।
  • পবিস সংলিস্ট সকলের কাজে দ্রুততা আনয়ন।