Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

***সম্মানিত গ্রাহক সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম, জাতীয় পর্যায়ে গ্যাস স্বল্পতার কারনে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, ফলে সারাদেশে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম থাকায় লোডশেডিং হচ্ছে। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বিতরন ব্যবস্থার শতভাগ সক্ষমতা থাকা সত্ত্বেও চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোড শেডিং দিতে হচ্ছে। এ পরিস্থিতিতে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সকলের সহযোগিতা একান্ত কাম্য***

\r\n\t
\r\n<\/p>","slug":"6F7k-\u09ad\u09ac\u09bf\u09b7\u09cd\u09af\u09ce-\u09aa\u09b0\u09bf\u0995\u09b2\u09cd\u09aa\u09a8\u09be","publish_date":null,"archive_date":null,"publish":1,"is_right_side_bar":0,"site_id":43616,"created_at":"2017-11-27 12:26:32","updated_at":"2023-07-23 05:50:02","deleted_at":null,"created_by":null,"updated_by":54008,"deleted_by":null,"attachments":[],"image":null},"config":{"columns":[{"name":"title","displayName":"label.column.title","type":"text"},{"name":"body","displayName":"label.column.body","type":"html_text"},{"name":"attachments","displayName":"label.column.attachment","type":"file"},{"name":"image","displayName":"label.column.image","type":"image"}]},"content_type":{"id":16,"name":"\u09aa\u09be\u09a4\u09be","code":"Page","is_common":0,"icon":"icon-pencil-square-o","table_name":"Np\\Contents\\Models\\Page","status":1,"config":"{\r\n \"details\": {\r\n \"columns\": [\r\n {\r\n \"name\": \"title\",\r\n \"displayName\": \"label.column.title\",\r\n \"type\": \"text\"\r\n },\r\n {\r\n \"name\": \"body\",\r\n \"displayName\": \"label.column.body\",\r\n \"type\": \"html_text\"\r\n },\r\n {\r\n \"name\": \"attachments\",\r\n \"displayName\": \"label.column.attachment\",\r\n \"type\": \"file\"\r\n },\r\n {\r\n \"name\": \"image\",\r\n \"displayName\": \"label.column.image\",\r\n \"type\": \"image\"\r\n }\r\n ]\r\n }\r\n}","created_at":"2019-09-02 06:23:10","updated_at":"2021-08-06 04:55:07","deleted_at":null,"created_by":null,"updated_by":null,"deleted_by":null,"settings":[[]],"frequency":30},"title":""} -->
ভবিষ্যৎ পরিকল্পনা

ভবিষ্যৎ পরিকল্পনা :

০১। মতলব উত্তর উপজেলায় নতুন গ্রীড ও উপকেন্দ্র নির্মাণের প্রস্তাব প্রেরণের মাধ্যমে বিষয়টি অনুমোদিত হয়েছে। যা পিজিসিবি এর পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সালের মধ্যে শেষ হবে।

মতলব উত্তর-২ (সুজাতপুর) উপকেন্দ্রের ক্ষমতা ১০ এমভিএ হতে ২০ এমভিএ তে আপগ্রেডেশনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।


০২। ৩৩ কেভি লাইন ও উপকেন্দ্র সমূহ নির্মান সম্পন্ন হলে এবং প্রস্তাবিত গ্রীড উপকেন্দ্র নির্মান ও বিদ্যুতায়নের পর উক্ত গ্রীড হতে বিদ্যুৎ গ্রহনের মাধ্যমে অত্র সমিতির সিষ্টেম লস সিঙ্গেল ডিজিটে আনা সম্ভব হবে। এছাড়া প্রি-পেমেন্ট মিটার স্থাপন করা হলে বকেয়া মাসও কাঙ্খিত পর্যায়ে আনা সম্ভব হবে।

 

০৩। সারাদেশে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম ১৯৭৮ সালে শুরু হয়। প্রথম ১৩ টি পল্লী বিদ্যুৎ সমিতি এর মধ্যে অবিভক্ত চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি একটি। অবিভক্ত চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১৯৮১ সালে তৈরী হওয়ায় নির্মিত বিতরন লাইনগুলি দীর্ঘদিনের পুরাতন, জরাজীর্ণ এবং বেশীরভাগ কাঠের পোল দ্বারা নির্মিত। এলাকাটি ঘনবসতিপূর্ণ  এবং উপকুলীয় এলাকা। নতুন নতুন ক্ষুদ্র শিল্প এবং আবাসিক এলাকা নির্মাণ হওয়ায় ক্রমাগত লোড বৃদ্ধি পাচ্ছে। বর্ণিত সমস্যা মোকাবেলা করার জন্য লাইন পরিদর্শণ, রক্ষণাবেক্ষণ এবং আপগ্রেডেশনের কাজ করার বড় পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।


০৪।  ওভার লোডিং নিরসন, নিরবিচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ১১কেভি লাইন #3ACSR ও #1/0 ACSR হতে #4/0 ACSR এ রূপান্তরের পরিকল্পনা রয়েছে। ইহা ছাড়াও অত্র পবিসের আওতায় ১ ফেজ  HT #3ACSR লাইন এর পরিমান বেশী হওয়ায় #1/0 ACSR এ রূপান্তরের পরিকল্পনা রয়েছে।

০৫।  চাঁদপুর সদর উপজেলা, ফরিদগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ উপজেলায় আগত প্রকল্পের আওতায় নতুন ০৫ টি উপকেন্দ্র নির্মাণের পরিকল্পনা আছে। যার ফলে ১১ কেভি ফিডারের দৈঘ্য হ্রাস পাবে, গ্রাহক প্রান্তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত হবে এবং সিস্টেম লস হ্রাস পাবে।


 

২০২২-২৩ অর্থ-বছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ:

০১।    সিষ্টেম লস ১০.৫০% অর্জন করা।

০২।    বকেয়া মাস ০.৮ অর্জন করা।

০৩।    একাধিক নতুন ১১ কেভি ফিডার নির্মাণ করে চালু করা।

০৪।     পবিসের নিজস্ব জনবল ও মিনি ঠিকাদার এর মাধ্যমে ৬১.০৩ কিঃমিঃ লাইন নির্মান করণ।

০৫।     সকল ৩৩/১১ কেভি উপকেন্দ্র সমুহে ৩৩কেভি সোর্স লাইনের বিকল্প সোর্সের সুবিধা সৃষ্টি করণ।

০৬।     চাঁদপুর পবিস-১ হতে স্টোরের সকল মালামাল অত্র পবিসের নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তর করণ সম্পন্ন হয়।

০৭।    পবিসের সদর দপ্তর অফিস বিল্ডিং উর্দ্ধমুখী সম্প্রসারণ (৪র্থ তলা) কাজ প্রক্রিয়াধীন।