Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

***সম্মানিত গ্রাহক সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম, জাতীয় পর্যায়ে গ্যাস স্বল্পতার কারনে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, ফলে সারাদেশে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম থাকায় লোডশেডিং হচ্ছে। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বিতরন ব্যবস্থার শতভাগ সক্ষমতা থাকা সত্ত্বেও চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোড শেডিং দিতে হচ্ছে। এ পরিস্থিতিতে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সকলের সহযোগিতা একান্ত কাম্য***


সাম্প্রতিক অর্জনসমূহ

সাম্প্রতিক বছরসমূহের (২৭/০৫/২০১৫ হতে এপ্রিল ২০১৭ইং) পর্যন্ত প্রধান অর্জনসূহ : 

৯২০ বর্গ  কিলোমিটার ভৌগোলিক এলাকা নিয়ে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ গঠিত। বর্তমান সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নের অংশ হিসেবে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ নিরলসভাবে কাজ করে যাচেছ। গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন ও জনজীবনের মানোন্নয়নের লক্ষ্যে মে২০১৭ ইং পর্যন্ত ৩৭০৯ কিলোমিটার বৈদ্যুতিক লাইন নির্মাণ সম্পন্ন করা হয়েছে। এপ্রিল’২০১৭ ইং পর্যন্ত ২,৪২,৪৫৯ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। অত্র পবিসের ৫টি উপকেন্দ্রের মধ্যে মহামায়া ২০ এমভিএ, মতলব উত্তর ১০ এমভিএ, মতলব দক্ষিণ ১০ এমভিএ, ফরিদগঞ্জ ২০ এমভিএ উপকেন্দ্র এবং সম্প্রতি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ১.৮ মিলিয়ন প্রকল্পের আওতায় চাঁদপুর সদর উপজেলার আমানউল্লাহপুর ৩৩/১১ কেভি ১০ এমভিএ একটি উপকেন্দ্র বিদ্যুতায়ন হয়েছে। এছাড়া মতলব উত্তর উপকেন্দ্রের ক্ষমতা ১০ এমভিএ থেকে ১৫ এমভিএ উন্নীত করা হয়েছে। অত্র পবিসের চাঁদপুর-হাজীগঞ্জ ৩৩ কেভি ফিডারের ওভারলোড সমস্যা নিরসরেন লক্ষ্যে সমিতির অর্থায়নে ১২ (বার) কোটি টাকা ব্যয়ে ১.৪ কিলোমিটার আন্ডারগ্রাউন্ড ক্যাবল লাইন নির্মাণ করে চাঁদপুর-হাজীগঞ্জ ৩৩ কেভি ফিডারের লোড বিভাজনপূর্বক ওভারলোড মুক্ত করা হয়েছে। ফলে অত্র পবিসে সিস্টেম লস হ্রাস করে কাঙ্খিত পর্যায়ে আনা সম্ভব হবে। বিগত অর্থ  বছরে বকেয়া মাস ১.০৫ অর্জ ন করা হয়েছে। বর্ত মানে ২টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কাজ চলমান আছে যাহা আগামী ডিসেম্বর১৭ ইং এর মধ্যে বিদ্যুতায়ন সম্পন্ন হবে।