Wellcome to National Portal

পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে। 

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

***নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ, উপায়, শিওর-ক্যাশ, মাই-ক্যাশ, ইউ-ক্যাশ, রবি-ক্যাশ, জি-পে (গ্রামীণফোন) এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।  একান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা নূন্যতম ২৫ ডিগ্রি সে: রাখুন। সন্ধার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ড্রি, ওয়েল্ডিং মেশিন/ মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন***


সাম্প্রতিক অর্জনসমূহ

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান র্অজনসমূহঃ (২০২১-২২, ২০২২-২৩, ২০২৩-২৪):



৯২০ বর্গ কিঃমিঃ ভৌগোলিক এলাকা নিয়ে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ গঠিত। বর্তমান সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নের অংশ হিসেবে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার লক্ষ্যে চাঁদপুর পবিস-২ নিরলস ভাবে কাজ করে ০৫ টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের কাজ শেষ হয়েছে। গ্রামীন জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে জুন-২০২৩খ্রিঃ পর্যন্ত  ৬১৪৮.৩৪ কিঃমিঃ বৈদ্যুতিক লাইন নির্মান সম্পন্ন করা হয়েছে। URIDS প্রকল্পের আওতায় চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সদর দপ্তরের কমপ্লেক্স ভবন নির্মান কাজ সম্পন্ন হয়েছে।

অত্র পবিসের বর্তমানে ০৯ টি উপকেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে চাঁদপুর-৩ (ইনডোর-বালিয়া, ১০ এমভিএ), মতলব উত্তর-২ (ইনডোর-সুজাতপুর, ১০ এমভিএ) ২টি উপকেন্দ্র সিএসডিপি-২, ফরিদগঞ্জ-২ (ইনডোর-কামতা ২০ এমভিএ) ইউআরইডিএস (ডিসিএসডি) প্রকল্পের ও হাইমচর (ইনডোর-হাইমচর ১০ এমভিএ) উপকেন্দ্র ডিএনই (ই) প্রকল্পের আওতায় সম্পন্ন করা হয়েছে।

শতভাগ প্রকল্পের আওতায় মতলব উত্তর-১ উপকেন্দ্রের ১০ এমভিএ ও মতলব দক্ষিণ উপকেন্দ্রের ১০ এমভিএ এবং চাঁদপুর-২ উপকেন্দ্রের ১০ এমভিএ ক্ষমতা বৃদ্ধি করে ২০ এমভিএ উন্নীত করা হয়েছে।

মতলব উত্তর উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য মেঘনা-ধনাগোদা নদীর উপর ০২ সেট রিভার ক্রসিং টাওয়ার (মতলব দক্ষিন চরমোকুন্দী- মতলব উত্তর গাজীপুর) ও (মতলব দক্ষিণ নায়েরগাঁও-মতলব উত্তর পাথালিয়া)  নির্মাণ করা হয়েছে। মতলব উত্তর গাজীপুর হতে সুজাতপুর পর্যন্ত ৩৩ কেভি লাইন ১০ কিঃমিঃ ১.৫ এমসিসিপি প্রকল্পের আওতায় এবং মতলব ৩৩ কেভি ওভারলোড নিরসনকল্পে টার্ণকী প্রকল্পের আওতায় ৪৮ কিঃমিঃ লাইন নির্মান করে কচুয়া গ্রীড হতে লোড বিভাজন পূর্বক ওভারলোড মুক্ত করা হয়েছে। মতলব উত্তর ও মতলব দক্ষিণ এর ০৩ টি উপকেন্দ্র ডুয়েল সোর্স এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে।

ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য ডাকাতিয়া নদীর উপর ০১ সেট রিভার ক্রসিং টাওয়ার (পাকিস্থান বাজার-সকদিরামপুর) নির্মাণ পূর্বক ১.৫ এমসিসিপি প্রকল্পের আওতায় ৫.৫ কিঃমিঃ ৩৩ কেভি লাইন নির্মান করে চালু করা হয়েছে।

চাঁদপুর বাগাদী হতে বালিয়া পর্যন্ত ৩৩ কেভি লাইন ১৫ কিঃমিঃ এবং রামগঞ্জ গ্রীড উপকেন্দ্র হতে ফরিদগঞ্জ কামতা পর্যন্ত ৩৩ কেভি লাইন ১৫ কিঃমিঃ নির্মান পূর্বক উপকেন্দ্রগুলো চালু করা হয়েছে।

চাঁদপুর-লক্ষীপুর ৩৩ কেভি ফিডার ওভারলোড মুক্ত করার জন্য টার্ণকী প্রকল্পের আওতায় কামতা হতে বাগাদী পর্যন্ত ৩৩ কেভি ১৪ কিঃমিঃ লাইন নির্মান কাজ সম্পন্ন করা হয়েছে। এছাড়াও অত্র পবিসে ফরিদগঞ্জ ও হাইমচর উপকেন্দ্রে ডুয়েল সোর্স এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে। ফলশ্রুতিতে  গ্রাহক পর্যায়ে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে।

রামগঞ্জ গ্রীড থেকে ২০.৫০ কিঃমিঃ ৩৩ কেভি লাইন  নির্মাণ কাজ সম্পন্ন করে ফরিদগঞ্জ নতুন ৩৩ কেভি ফিডার চালু করা হয়েছে। ফলে ফরিদগঞ্জ ও হাইমচর উপকেন্দ্রে ০২ টি গ্রীড হতে ডুয়েল সোর্স এর সুবিধা সৃষ্টি হওয়া সহ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সুযোগ সৃষ্টি হয়েছে।

গ্রাহক প্রান্তে সেবার মান বৃদ্ধির জন্য ফরিদগঞ্জ জোনাল অফিসের আওতায় সাহেবগঞ্জ কুটির বাজার নতুন অভিযোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

Upcoming Modernization & Capacity  Enhancement Project এর আওতায় ০৫ টি নতুন উপকেন্দ্র নির্মাণ, ০৩ টি উপকেন্দ্র অগমেন্টেশন এবং মোট ১৫৩৭ কিঃ মিঃ লাইন নতুন/ আপগ্রেডেশনের প্রস্তাব প্রকল্পভুক্ত করা হয়েছে। প্রকল্প অনুমোদনের সঙ্গে সঙ্গে উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

চাঁদপুর পবিস-২ এর সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ নিম্নরুপঃ


অর্থ বছর

গ্রাহক সংযোগ

নির্মিত লাইন

বকেয়া মা

সিস্টেম লস

অভিযো সংখ্যা

২০২১-২০২২

২২৯৮৬

২০১.১৩৫

০.৭৪

১০.৬৭%

১৫১২৬

২০২২-২০২৩

১৭১৯৪

৬১.০৮৩

০.৮

১০.৫০%

১৮৭১২

২০২৩-২০২৪ ১৪৫৩৩ ৮০.৪৭ ১.০৫ ৯.৩০% ১৫৪৯৪


অত্র পবিস এর সিস্টেম লস হ্রাসকরণের জন্য বিতরণ লাইন আপগ্রেডেশন, কন্ডাক্টরের সাইজ পরিবর্তন, ওভারলোডেড ট্রান্সফরমার পরিবর্তনসহ লাইন রক্ষণাবেক্ষণ কাজ চলমান রয়েছে। এর ফলে গ্রাহক আস্থা বৃদ্ধি পেয়েছে, শ্রম ঘন্টা হ্রাস পেয়েছে, ওএন্ডএম ব্যয় হ্রাস পেয়েছে, গ্রাহক ও সমিতি আর্থিক ভাবে লাভবান হচ্ছে। লাইন রক্ষণাবেক্ষণ, ডিপোজিট, নবায়ন লাইন আপগ্রেডেশন কাজের জন্য জুলাই’২২ হতে জুন’২৪ পর্যন্ত মোট ৩০ টি কার্যাদেশ প্রদান করা হয়েছে, ৩২ টি ক্লোজ হয়েছে এবং ০৮ টি চলমান আছে।