Wellcome to National Portal

পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে। 

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

***নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ, উপায় এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।  একান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা নূন্যতম ২৫ ডিগ্রি সে: রাখুন। সন্ধার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ড্রি, ওয়েল্ডিং মেশিন/মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে নিকটস্থ পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন***


ইতিহাস ও পটভূমি

এলাকা ভিত্তিক পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে ১লা জানুয়ারী ১৯৭৮ সালে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কার্যক্রম শুরুর পর হতে এ পর্যন্ত সমগ্র দেশে ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে দেশের বিভিন্ন এলাকা পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের আওতায় এসেছে। এরই অংশ হিসাবে ২০১৫ সালের ২৭শে মে থেকে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২, চাঁদপুর জেলার ০৫ টি উপজেলা চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, মতলব দক্ষিন, মতলব উত্তর ও হাইমচর নিয়ে কার্যক্রম শুরু করে। অত্র প্রতিষ্ঠান কর্তৃক ০৩ টি জোনাল অফিস, ০২ টি সাব জোনাল অফিস, ০১ টি এরিয়া অফিস, ১০ টি অভিযোগ কেন্দ্র ও ০৯টি ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র এবং ৬,১২৪.০২ কিঃমিঃ লাইনের মাধ্যমে ডিসেম্বর-২০২৩ ইং পর্যন্ত আবাসিক ৩,৯৬,৭০৭  টি, বাণিজ্যিক ৩৮,৯১৭  টি, সেচ৫৮৪  টি, শিল্প ২,৪০৪   টি ও অন্যান্য শ্রেণির ৮,০০০ টি সহ মোট ৪,৪৬,১৭৯টি  বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে, যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। সমিতি অত্র এলাকায় পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম, ভৌত অবকাঠামো উন্নয়ন সহ কৃষি ও শিল্প উৎপাদনে গতিশীলতা এনেছে। ফলে শিক্ষার হার বৃদ্ধি, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি সহ জন্ম নিয়ন্ত্রণ, গ্রামীণ জনপদে নারী-পুরুষ নির্বিশেষে কর্মসংস্থান বৃদ্ধি, নিত্য নূতন ছোট বড় শিল্প কারখানা গড়ে উঠে আর্থ সামাজিক অবস্থার আমূল পরিবর্তন ঘটাচ্ছে।

সমিতি এলাকায় এ আমূল পরিবর্তন সম্ভব হয়েছে দেশে সমন্বিত পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম বাস্তবায়নে সরকারের আন্তরিক সহায়তা এবং সমন্বয়কারী সংস্থা হিসাবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঠিক নেতৃত্ব দান। এক্ষেত্রে দাতা দেশ ও উন্নয়ন সহযোগী সংস্থার ঋণ অনুদান অনুঘটক হিসাবে কাজ করেছে। ভবিষ্যতে একই ধরণের সহায়তা সমিতি এলাকায় পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।